প্রতি ১০ শিশুর ৯ জনই পারিবারিক সহিংসতার শিকার : ইউনিসেফ

| শুক্রবার , ১৪ জুন, ২০২৪ at ৭:৫৮ পূর্বাহ্ণ

দেশে এক থেকে ১৪ বছর বয়সী প্রতি ১০ জন শিশুর মধ্যে ৯ জনই নিজ পরিবারে সহিংসতার শিকার হচ্ছে বলে তথ্য দিয়েছে জাতিসংঘ শিশু তহবিলইউনিসেফ। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ইউনিসেফ বলেছে, সব মিলিয়ে সাড়ে ৪ কোটি শিশুর ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে। শিশু সুরক্ষায় অগ্রগতি হওয়ার পরও সহিংসতা, নিপীড়ন ও শোষণবঞ্চনার কারণে লাখ লাখ শিশুর মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য সহিংসতামুক্ত ও সুরক্ষামূলক পরিবেশ গড়ে তোলার জোর তাগিদ দিয়েছে ইউনিসেফ। খবর বিডিনিউজের।

শিশুদের নিপীড়নের চিত্র থেকে উঠে এসেছে, বাসা বা বাড়িতে শিশুদের সঙ্গে যোগাযোগ এবং উদ্দীপনা দেওয়ার অভাবসহ সার্বিক সেবাযত্নে ঘাটতি রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বাবামা, সেবাদাতা ও শিশু সবার মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এবং শিশুদের বিকাশে খেলাধুলার ওপর জোর দিচ্ছে ইউনিসেফ।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্রের শ্রমিকের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধ১৬ বছর আত্মগোপনে অতঃপর গ্রেপ্তার খুনের মামলার আসামি খলিল