সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন বলেন, দেশ ও মানুষের পরে হচ্ছে অন্য কিছু। দেশ এবং মানুষের জন্যই আমাদের কাজ করতে হবে। ‘আমরা আর মামুরা’ এসব থেকে দূরে থাকতে হবে। সবার কথা ভাবতে হবে। বিশেষ করে প্রান্তিক লোকদের কথা ভুলা যাবে না। সর্বস্তরের বিচারপ্রার্থীদের জন্য কাজ করতে হবে। গতকাল সন্ধ্যার পর জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আয়োজিত জেলা আইনজীবী সমিতির বার্ষিক ভোজ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতি মাসে একজন অসহায় বিচারপ্রার্থীকে বিনামূল্যে আইনি সেবা দিতে আইনজীবীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, দল মতের ঊর্ধ্বে উঠে দেশের মঙ্গলের জন্য কাজ করতে হবে। মেরুদণ্ড সোজা করে বাঁচতে অসুবিধা কী প্রশ্ন রেখে তিনি আরো বলেন, যতদিন বাঁচব মেরুদণ্ড সোজা রেখে বাঁচব। এখানেই সার্থকতা।
সমিতির সভাপতি মো. নাজিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ, জেলা জজ ড. আজিজ আহমেদ ভূঞা, মহানগর দায়রা জজ ড. জেবুন্নেছা ও বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সেক্রেটারি এ এস এম বজলুর রশিদ (মিন্টু) এবং সঞ্চালনায় ছিলেন সমিতির এজিএস মোহাম্মদ ইমরান। আমাদেরকে দখলের জন্য আমরাই রাজনীতিবিদদের সুযোগ করে দিয়েছি উল্লেখ করে বিশেষ অতিথির বক্তব্যে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ বলেন, এখানে এমন কেউ আছেন যে এপিপি, পিপি হতে রাজনীতিবিদদের কাছে তদবির করেন নি? তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতার উপর আঘাত আসলে আমার কোনো দল নেই। আইনজীবীদের ওপর আঘাত আসলে আইনজীবীদেরও কোনো দল থাকা উচিত নয় বলেও বক্তব্যে উল্লেখ করেন বিচারপতি শেখ হাসান আরিফ।