নগরীতে প্রতিবছর চসিক যেন একাধিক বৃক্ষমেলার আয়োজন করে, নবনির্বাচিত মেয়রের কাছে এমন প্রত্যাশাই ব্যক্ত করলেন ফুলের চারা বিক্রেতা মো. তাজুল ইসলাম। অধিক মেলা হলে ধীরে ধীরে গাছ লাগানোর প্রতি মানুষের আগ্রহ বাড়বে। একইসঙ্গে নানা প্রজাতির ফুলের সাথে নগরবাসীর পরিচয় ঘটবে বলে মনে করেন তিনি।
চসিকের নবনির্র্বাচিত মেয়রের কাছে প্রত্যাশা কি? এই প্রশ্নের উত্তরে কথাগুলো বললেন তাজুল। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। চট্টগ্রামে রয়েছেন ২০ বছর ধরে। বর্তমানে থাকছেন পাঁচলাইশ থানার মোহাম্মদপুর অ্যালমিনিয়াম গলিতে।
গতকাল বিকেলে মুরাদপুর মোড় থেকে সামান্য পূর্বে আরাকান সড়কে ভ্যানগাড়িতে ফুলের চারা নিয়ে অপেক্ষা করছিলেন ক্রেতার জন্য। তাজুলের কাছে প্রশ্ন ছিল, নাগরিক হিসেবে নতুন মেয়রের কাছে কোনো চাওয়া আছে কিনা। প্রশ্নটা শুনতেই তার চেহারায় যে ঔজ্জ্বল্য ছিল সেটা যেন মিলিয়ে গেল। বললেন, আমরা খেটে-খাওয়া মানুষ। আমাদের আর কি চাওয়া আছে। ওসব বলে আবার কোন বিপদে পড়ি। আমার কিছু বলার নাই।
অতঃপর একটু অভয় দিতেই মুখ খুললেন তাজুল।
বললেন, বেশি বেশি বৃক্ষ মেলা করা দরকার। শহরের মানুষজন গাছ কম লাগায়। তাদের মধ্যে গাছের প্রতি আগ্রহ সৃষ্টি করা দরকার। নতুন মেয়রের কাছে এটাই চাওয়া, তিনি যেন মাসব্যাপী মেলার আয়োজন করেন। পারলে শহরের প্রতিটি ওয়ার্ডে যেন মেলা করা হয়। যারা নার্সারি করে তাদের সুযোগ-সুবিধা যেন বাড়ানো হয়। আমার মতো অনেকে নার্সারি থেকে চারা কিনে এনে রাস্তায় দাঁড়িয়ে ব্যবসা করে। তাদের বিভিন্ন সমস্যা হয়। বাজারে গেলে অতিরিক্ত হাসিল নেয়। এগুলো কমানোর ব্যবস্থা করলে ভালো হবে। এছাড়াও বিভিন্ন জায়গায় ভ্যান নিয়ে ব্যবসা করতে গেলে চাঁদা নেয়া হয়। নতুন মেয়র যেন এসব বন্ধে ব্যবস্থা নেন।