প্রতি পরিবারকে ১৫ টাকা দামে ৩০ কেজি চাল দেওয়া হচ্ছে

ঈদের আগে চট্টগ্রামে ৮৫ হাজার পরিবার পাচ্ছেন সাশ্রয়ী মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির চাল

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৪:০৩ পূর্বাহ্ণ

ঈদের আগে চট্টগ্রামের ৮৫ হাজার গরীবঅসহায় পরিবার পাচ্ছেন সাশ্রয়ী মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির চাল। প্রতি কেজি ১৫ টাকা দামে প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। উপজেলা পর্যায়ে গরীব জনগণের মাঝে কার্ডের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির এই চাল বিতরণ শুরু হয়েছে।

চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক সুমাইয়া নাজনীন আজাদীকে বলেন, চট্টগ্রামে ঈদের আগে উপজেলা পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু হয়েছে। মার্চ এবং এপ্রিল এই দুই মাস খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হবে। এবারও চট্টগ্রামের ৮৫ হাজার কার্ডধারী পরিবার ১৫ টাকা (প্রতি কেজি) দামে ৩০ কেজি করে চাল পাচ্ছেন। এবার সীতাকুণ্ডে ৫ হাজার বাড়বে। এই ৫ হাজার পরিবারের তালিকাভুক্তির কাজ চলছে। খাদ্যবান্ধব কর্মসূচি ছাড়াও এখন চলমান আছে ওএমএস কর্মসূচি এবং ভিজিএফ কর্মসূচি (ভালনারেবল গ্রুপ ফিডিং)

জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস থেকে জানা গেছে, ইতোমধ্যে উপজেলা পর্যায়ে ডিলাররা চাল উত্তোলন করে বিতরণ শুরু করেছে। রমজান এবং ঈদে সাশ্রয়ী মূল্যে একটি পরিবার ৩০ কেজি করে চাল পেলে গ্রামের গরীর পরিবারগুলো নিশ্চিন্তে ঈদ করতে পারবেন। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গ্রামাঞ্চলের হতদরিদ্র পরিবারগুলোকে কার্ডের মাধ্যমে প্রতি কেজি ১৫ টাকা দামে ৩০ কেজি করে চাল দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধনগরে তিন কারণে বেড়েছে মশার উপদ্রব
পরবর্তী নিবন্ধশিশু কন্যাকে নিপীড়ন চেষ্টার অভিযোগে আটক পিতা কারাগারে