প্রতারণায় তিন বোনের ‘প্রেমের ফাঁদ’

চক্রের চার সদস্য আটক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ অক্টোবর, ২০২০ at ৫:৩১ পূর্বাহ্ণ

প্রেমের ফাঁদে ফেলে বাসায় এনে ভিডিও ধারণ করে ব্লাকমেইলের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়া তিন বোনসহ চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত বুধবার দিবাগত রাত সোয়া ১২টায় বোয়ালখালীর গোমদন্ডী ইউনিয়নের ফুলতল এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলোওই এলাকার ফয়েজুল ইসলামের তিন মেয়েশাকিলা আক্তার (৩১), কাউছার পারভীন শেপু (২৯) ও ফারজানা আক্তার প্রকাশ বেনু (২৬)। এ ঘটনায় আটক সানি নামে আরেকজন তাদের ভগ্নিপতি বলে জানায় র‌্যাব। সে বাকলিয়া থানাধীন চাক্তাই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

র‌্যাব৭ চান্দগাঁও জোনের প্রধান কাজী মোহাম্মদ তারেক আজিজ গতকাল আজাদীকে বলেন, একজন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে। তিনি আরো বলেন, অভিযুক্তরা প্রথমে বিভিন্ন জনের সাথে প্রেমের অভিনয় কিংবা তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। পরে বাসায় ডেকে এনে অশ্লীল ভিডিও ধারণ করে তা ভাইরাল করে দেয়ার হুমকি দিয়ে টাকা দাবি করে। বিকাশ কিংবা ব্যাংক অ্যাকাউন্টে তারা এসব টাকার লেনদেন করে। এভাবে অনেককে ব্লাকমেইল করে তারা টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে।

র‌্যাবের অভিযানে অভিযুক্তদের হেফাজত থেকে ১০টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, মোবাইল সেটগুলোতে অন্তত ২০ এর অধিক ভিডিও পাওয়া গেছে। এসব ভিডিওর মাধ্যমে বিভিন্ন জনকে ব্লাকমেইল করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে এর আগেও চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে। র‌্যাব জানায়, চান্দগাঁও কার্যালয়ে এসে এক ব্যক্তি অভিযোগ করেনতার কাছ থেকে চক্রটি ৫১ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এর প্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-দোহাজারী রেল যোগাযোগ বন্ধ
পরবর্তী নিবন্ধওয়াসায় আবারো তিন বছরের জন্য নিয়োগ পেলেন ফজলুল্লাহ