প্রতারণা মামলায় রাউজানের আ. লীগ নেতা গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি | বুধবার , ২৫ ডিসেম্বর, ২০২৪ at ৭:১৬ পূর্বাহ্ণ

রাউজান হলদিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা দিদারুল আলমকে প্রতারণা মামলায় নগরের কোতোয়ালী থানার পুলিশ গ্রেপ্তার করেছে। ফাতেমা জোহরা নামে এক নারী তার বিরুদ্ধে প্রতারণার মামলাটি করেছিলেন। ওই মামলার সূত্রে গত ২৩ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

জান যায়, গ্রেপ্তার দিদারুল আলম হলদিয়া ইউনিয়নের বদিউর রহমানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ আত্মসাতের কয়েকটি অভিযোগ রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, দিদার রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর আস্থাভাজন ছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য। চট্টগ্রাম শহরে বায়েজিদে একটি গার্মেন্টস কারখানার এমডি হিসাবে দায়িত্ব পালন করার সময় দুর্নীতির মাধ্যমে বহু টাকা আত্মসাৎ করেছিলেন। থখন ভুক্তভোগীরা পাওনা টাকা আদায়ে তার দারস্থ হলে তিনি পাওনাদারদের ভয়ভীতি দেখিয়ে বিদায় করতেন।

কোতোয়ালী থানার পরিদর্শক আবদুল করিম দিদারকে গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫
পরবর্তী নিবন্ধযতই বাধা আসুক, কালির ছড়া খাল উদ্ধার করা হবে : মেয়র