প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অধীন চট্টগ্রাম বিভাগীয় বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির ৪র্থ সভা জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হয়। দেশে বেসরকারী খাতে স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা, বিনিয়োগে সহায়তা প্রদান ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রী পরিষদ কর্তৃক গঠিত এ কমিটির সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। তৃতীয় সভার কার্যবিবরণী উপস্থাপন করেন কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ ইয়াছিন। জুম অ্যাপে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন কমিটির সদস্য পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান (চট্টগ্রাম), ওয়াহিদুজ্জামান, মোহাম্মদ কামরুল হাসান, প্রতাপ চন্দ্র বিশ্বাস, মোহাম্মদ খোরশেদ আলম, হায়াত-উদ-দৌলা খাঁন, ইয়াছমিন পারভীন তিবরীজি, অঞ্জনা খান মজলিশ, মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ, মোহাম্মদ মিজানুর রহমান, মামুনুর রশীদ, ইফতেখার আহমদ, মনোয়ারা হাকিম আলী, রনজিত কুমার শীলসহ বিভিন্ন উদ্যোক্তা ও শিল্প মালিকরা।
সভায় সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার এবিএম আজাদ বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে যে সকল উদ্যোক্তা ও শিল্প মালিক উপকৃত হওয়ার কথা কিন্তু এখনো প্যাকেজের আওতায় আসতে পারেননি তাদের বিষয়টি অবিলম্বে নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ব্যাংক এ বিষয়টি ধারাবাহিকভাবে তদারকি করবে। সংশ্লিষ্ট ব্যাংকসমূহ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ তথা চেম্বার সমূহের সাথে বাংলাদেশ ব্যাংক নিয়মিত যোগাযোগ রাখবে যাতে প্রণোদনা প্যাকেজের সঠিক ব্যবহার সম্পর্কে কার্যক্রম গ্রহণ করা যায়। প্রণোদনা প্যাকেজের বিষয়ে বিভাগীয় প্রশাসন, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ব্যাংক সমূহের ভূমিকা পর্যালোচনার জন্য সেমিনারের আয়োজন করতে চেম্বারকে ভূমিকা রাখতে হবে। চট্টগ্রাম বিভাগে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে অন্তরায় সমূহ নিরসণ করে সরকারের পাশাপাশি সহযোগী সংস্থাসমূহকে আরো আন্তরিক ভূমিকার আহবান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।