দৈনন্দিন জীবনে আমরা প্রজাপতি প্রাণীটির সাথে সম্পৃক্ত। বিভিন্ন রঙের প্রজাপতি দেখলে আমাদের মন ভালো হয়ে যায়।
প্রজাপতি দেখতে যেমন সুন্দর তেমনি এদের জন্মানোর প্রক্রিয়াটিও অদ্ভুত। ডিম থেকে সরাসরি প্রজাপতির জন্ম হয় না।এদের জীবন চার ভাগে বিভক্ত : (১)ডিম (২)লার্ভা (৩)পিউপা এবং (৪)প্রজাপতি। সকল প্রজাপতির জন্ম প্রক্রিয়া একই রকম হয়ে থাকে। প্রজাপতির জীবন ও চলমান পরিবর্তনশীলতার প্রতীক।প্রজাপতির মধ্যে সবসময় পরিবর্তন ঘটে।
প্রথমে ডিম থেকে শুককিট পরে শুঁয়োপোকা তারপর নিজস্ব কম্বলের চাদরে আবৃত শেষে প্রজাপতি হয়ে ফুলে ফুলে ঘুরে বেড়ানো। (কিন্তু শেষের এই জীবনের রূপটি সবচেয়ে ক্ষণস্থায়ী) প্রজাপতির সাথে আমাদের জীবনের অনেক মিল খুঁজে পাই আমি-সেটি হল- “নিজস্ব স্বপ্ন পূরণ করতে কখনো কখনো আমাদের অনেক সময় লেগে যায়। সংগ্রাম করতে করতে আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছি ঠিকই কিন্তু সুফল ভোগ করার যথেষ্ট সময় আমাদের কাছে থাকে না।”