প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে হবে

ঢেমশা উচ্চ বিদ্যালয়ের সভায় আবু সুফিয়ান

| রবিবার , ১৮ ডিসেম্বর, ২০২২ at ১০:৪৫ পূর্বাহ্ণ

ঢেমশা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ৫১ তম মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গত ১৬ ডিসেম্বর সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আবু সুফিয়ান। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার।

বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমল কান্তি বড়ুয়া রেক্টর শিক্ষক শশী ভূষণ বড়ুয়া, ইউপি সদস্য রমজান আলী, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য মিন্টু সেন, কাজল মজুমদার, রাজীব পালিত প্রমুখ। সভা শেষে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। বঙ্গবন্ধুর মহান নেতৃত্ব ও বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের ইতিহাস প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

তিনি সকল অপশক্তি, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের বিরুদ্ধে সজাগ থেকে আগামীতে আবারো স্বাধীনতা স্বপক্ষের দল আওয়ামী লীগকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছাত্রবন্ধু’১৭ এর বার্ষিক সভা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ইয়াবাসহ নারী গ্রেপ্তার