প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার জন্য তাসাউফের চর্চা অনস্বীকার্য

এস জেড এইচ এম ট্রাস্টের সেমিনারে মহিউদ্দিন চৌধুরী

| রবিবার , ৫ অক্টোবর, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডারীয়া ত্বরিকার উজ্জ্বল নক্ষত্র বিশ্বঅলি শাহানশাহ্‌ হযরত মাওলানা শাহ্‌ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.)-এর ৩৭তম ওরশ উপলক্ষে এস জেড এইচ এম ট্রাস্টের উদ্যোগে ৮ দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে ২য় দিবসে গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ‘হযরত মাওলানা সৈয়দ আবুল বারাকাত মুহাম্মদ আবদুল গণি কাঞ্চনপুরী (.)’র জীবনী ও রচনাবলি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

ট্রাস্ট সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইউএসটিসি ও সাউদার্ন ইউনিভার্সিটির প্রাক্তন উপউপাচার্য মহিউদ্দিন চৌধুরী। আলোচক ছিলেন ওষখাইনীরি নূরীয়া বিষু সাজ্জাদানশীন হযরত মাওলানা মীর মুহাম্মদ মঈনুদ্দীন নূরী ছিদ্দীক আল কুরাইশী, চবি আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ্‌, অ্যাডভোকেট আবদুল্লাহ মুহাম্মদ ইকবাল।

প্রধান অতিথি বলেন, প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার জন্য তাসাউফের চর্চা অনস্বীকার্য। সুফিরা যুগে যুগে মানুষকে আল্লাহ্‌্‌ পক্ষ হতে সঠিক পথে চলার দিশা দিয়েছেন। অনুষ্ঠানে ‘হযরত মাওলানা সৈয়দ আবুল বারাকাত মুহাম্মদ আবদুল গণি কাঞ্চনপুরী (.)’র জীবনী ও রচনাবলির উপর বক্তব্য দেন, মাইজভাণ্ডারী একাডেমির নির্বাহী সদস্য মোহাম্মদ সাইদুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাঞ্চনপুর দরবারের সাজ্জাদানশীন হাফেজ মৌলান সৈয়দ মুহাম্মদ রফিকুল কাসেম, সৈয়দ ইয়াকুব অলিউল্লাহ্‌্‌ কাঞ্চনপুরী (.)। ট্রাস্টভুক্ত প্রতিষ্ঠান তাজকিয়ার প্রাক্তন সভাপতি আরেফিন রিয়াদের সঞ্চালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদরাসাগাউসুল আযম মাইজভাণ্ডারীর শিক্ষার্থী হাফেজ জুনায়েদ হোসেন, নাতে রাসূল (.) ও শানে গাউসুল আযম মাইজভাণ্ডারী পরিবেশন করেন মাদরাসাগাউসুল আযম মাইজভাণ্ডারীর শিক্ষার্থী সাজ্জাদ হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘন্টায় ৮টি নরমাল ডেলিভারি
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব চিটাগং এরিস্টোক্রেটের দায়িত্ব হস্তান্তর ও চার্টার নাইট