প্রচারণায় সরব আওয়ামী লীগের সাবেক ও বর্তমান সাধারণ সম্পাদক

সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচন

সন্দ্বীপ প্রতিনিধি | শুক্রবার , ১২ মে, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণা ও গণসংযোগ শুরু হয়েছে। উপ নির্বাচনে প্রার্থী ৪ জন থাকলেও প্রচার প্রচারণায় এখন পর্যন্ত ৩ জন প্রার্থীর উপস্থিতি দেখা গেছে। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক ও বর্তমান দুই সাধারণ সম্পাদক সরব রয়েছেন প্রচারণার মাঠে। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশন উপ নির্বাচনে লড়বেন নৌকা প্রতীক নিয়ে। তিনি পরপর দুইবার উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে প্রচার প্রচারণা ও পথসভার মধ্যে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন তিনি। এর মধ্যে সন্তোষপুর গাছুয়া ইউনিয়নের কয়েকটি হাটবাজারে পথসভা করে নৌকা প্রতীকে ভোট চাইছেন। উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দও এসব পথসভায় থাকছেন তাদের দলীয় প্রার্থীর সাথে। এসময় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো ভোটারদের কাছে তুলে ধরছেন তারা। রাজনৈতিক মাঠের প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিএনপি এ উপ নির্বাচনে অংশগ্রহণ না করলেও নৌকা প্রতীকের প্রার্থীকে বেগ পেতে হবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলামের সাথে। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম নাগরিক কমিটির ব্যানারে লড়ছেন আনারস প্রতীক নিয়ে। সন্দ্বীপকে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করার নেতৃত্ব দেয়া মুক্তিবাহিনীর এ কমান্ডার সন্দ্বীপ হরিশপুর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। ছিলেন পৌর প্রশাসকও। এবারের নির্বাচনী প্রচারণায় তিনি নিরাপদ নৌ যাতায়াতকে প্রাধান্য দিয়ে চালাচ্ছেন প্রচারণা। নাগরিক কমিটি গঠন করে উপজেলা আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের একাংশ নেমেছেন আনারসের নির্বাচনী প্রচারে।

ভোটার আর কর্মী সংখ্যার দিক দিয়ে সন্দ্বীপের রাজনীতিতে সাধারণ মানুষের কাছে ততটা পরিচিত না হলেও প্রতীক বরাদ্দ পাওয়ার দিনই পথসভা করে আলোচনায় আছেন জাসদের প্রার্থী আবুল কাসেম মাহমুদ। এছাড়া এ উপ নির্বাচনে দোয়াতকলম প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলাল।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার শাহজাহান বিএ মৃত্যুবরণ করায় শূন্য হয় উপজেলা চেয়ারম্যান পদ। আগামী ২৫ মে শূন্য এ পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধরাস্তা দখল করে পার্কিং বাণিজ্য
পরবর্তী নিবন্ধবেড়েছে নার্সের সংখ্যা ও মর্যাদা, সেবা কতদূর