প্রচারণাকালে চেক বিতরণ, বাচ্চুর বিরুদ্ধে মামলা ইসির

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ জানুয়ারি, ২০২৪ at ৬:৩১ পূর্বাহ্ণ

দ্বাদশ সংসদ নির্বাচনের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম১০ (ডবলমুরিং, খুলশী, পাহাড়তলী) আসনে জয়ী নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিনের আদালতে মামলাটি করেন ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামাল। এর আগে ৪ জানুয়ারি নির্বাচন কমিশনের আইন শাখার উপসচিব মো. আবদুছ সালামের সই করা চিঠিতে নগরীর খুলশী থানার নির্বাচন কর্মকর্তাকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

বাদীর আইনজীবী জাহেদুল ইসলাম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, নির্বাচনী এলাকার মসজিদ, মন্দির ও প্যাগোডায় অনুদানের চেক বিতরণে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ এর বিধি৩ ধারার লঙ্ঘন হয়েছে। তাই আমার মক্কেল মামলাটি দাযের করেন। আদালত সেটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেছেন। আগামী ১৫ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

আদালতসূত্র জানায়, মহিউদ্দিন বাচ্চু এলাকার মসজিদে অনুদানের চেক বিতরণ করেছেন বলে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ করেছিলেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম। মামলার আরজিতে বলা হয়, নির্বাচনের তফসিল ঘোষণার পর গত বছরের ২২ ডিসেম্বর চট্টগ্রাম১০ আসনের সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে এক হাজার টাকা করে এবং মাদানী মসজিদে এক লাখ টাকা অনুদানের চেক দেন মহিউদ্দিন বাচ্চু। যা জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের অবহিতও করা হয়। একইভাবে ২৪ ডিসেম্বর লালখান বাজারে তার প্রধান নির্বাচনী কার্যালয় থেকে মসজিদগুলোর ইমাম, মুয়াজ্জিনদের ৬০ হাজার টাকা করে অনুদানের চেক দেন তিনি। এই ঘটনায় নির্বাচনী অনুসন্ধান কমিটি মোট ২১টি মসজিদ, মন্দির ও প্যাগোডা প্রতিনিধিদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয় বলে জানতে পারে। পরে নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হয়। ৪ জানুয়ারি নির্বাচন কমিশন মামলা করার নির্দেশ দেয়।

পূর্ববর্তী নিবন্ধমাঝিকে মারধরে বাধা দেয়ায় ইটভাটা শ্রমিককে গুলি
পরবর্তী নিবন্ধচুয়েট-কুয়েট-রুয়েটে প্রকৌশল গুচ্ছের সমন্বিত ভর্তি পরীক্ষা ৩ মার্চ