প্রক্সি দিয়ে লিখিত পাস মৌখিকে এসে ধরা

প্রাথমিকের শিক্ষক নিয়োগ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ জুলাই, ২০২২ at ৪:০৮ পূর্বাহ্ণ

প্রাথমিকের সহকারী শিক্ষকের চাকরি পেতে ৫ লাখ টাকায় আরেকজনকে দিয়ে লিখিত পরীক্ষা দেওয়ানোর চুক্তি করেছিলেন মো. মুজিবুর রহমান (৩০) নামে এক প্রার্থী। চুক্তি মোতাবেক পরীক্ষা দেওয়ানোর পর উত্তীর্ণও হয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি।
মৌখিক পরীক্ষা (ভাইভা) দিতে এসে ধরা পড়েছেন তিনি। লিখিত পরীক্ষার সঙ্গে হাতের লেখা না মেলায় সন্দেহ হয় মৌখিক পরীক্ষা গ্রহণকারী কর্মকর্তাদের। সন্দেহ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করেন তারা। জিজ্ঞাসাবাদে শেষমেষ জালিয়াতির বিষয়টি স্বীকার করেন ওই প্রার্থী। প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা নেয়া হচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখানে গতকাল জালিয়াতির এ বিষয়টি ধরা পড়ে। চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার প্লাবন কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
জালিয়াতির আশ্রয় নেয়া মো. মুজিবুর রহমান সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকার বাসিন্দা। তার বাবার নাম ফজলুল কবির। জালিয়াতির এ ঘটনায় মুজিবুরকে পুলিশে সোপর্দ করা হয়। পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিস বাদি হয়ে কোতোয়ালী থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের ২২ এপ্রিল ২০২০ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে পরীক্ষায় মুজিবুরের হয়ে মানিক নামে তার এক বন্ধু অংশ নেন। লিখিত পরীক্ষায় পাশ করানোর জন্য মানিকের সাথেই ৫ লাখ টাকার চুক্তি করেছিলেন মুজিবুর। গতকাল মৌখিক পরীক্ষা দিতে আসলে তার হাতের লেখা ও লিখিত পরীক্ষার খাতা মেলান কর্মকর্তারা। মৌখিক পরীক্ষা নিচ্ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রায়হান দোলন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মিল্টন বিশ্বাস ও পিটিআই সুপার। হাতের লেখা মিল না পাওয়ায় সন্দেহ থেকে কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এক পর্যায়ে প্রঙির মাধ্যমে লিখিত পরীক্ষায় পাশ করার কথা স্বীকার করে মুজিবুর।
এর আগে গত ১ জুন একইভাবে জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখা ও বিভিন্ন উপজেলা ও মহানগরের ভূমি কার্যালয়ে অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির ঘটনায় ১৫ জনকে আটক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধযাত্রীদের অনুরোধেও কমায়নি বাসের বেপরোয়া গতি
পরবর্তী নিবন্ধবড় ভাই ও তিন ভাতিজার যাবজ্জীবন