প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন সমর্থন করে চুয়েট শিক্ষক সমিতির বিবৃতি

রাউজান প্রতিনিধি | শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ৭:০৯ পূর্বাহ্ণ

প্রকৌশলী অধিকার আন্দোলনে উত্থাপিত শিক্ষার্থীদের তিন দফা দাবির প্রতি সমর্থন জানিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক সমিতি। শিক্ষক সমিতি শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক দাবি উল্লেখ করে গত ২৭ আগস্ট শাহবাগে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলার ঘটনায় গভীর নিন্দা জানায়।

গত বৃহস্পতিবার রাতে দেয়া এক বিবৃতিতে শিক্ষক সমিতি জানায়, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তারা পুলিশি হামলার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তি দাবি করেছেন।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলি হামলায় হুথিদের প্রধানমন্ত্রী নিহত
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ব্যবসায়ীর বাড়িতে গুলি বর্ষণের প্রতিবাদে বিক্ষোভ