গোলাপ বাগানের ফুটন্ত কলিটার আজ
মন খারাপ, সে যেন ভাবে
আমি কার জন্য পথ চেয়ে রব!
বাহারি পর্তুলিকারা উদাসী হয়ে ভাবে
কে আমাকে দেখে আন্দোলিত হবে!
আগুন রঙা কৃষ্ণচূড়ারা ঝরে পড়ার
অপেক্ষায়, তারা যেন বলছে
গোধূলি বেলায় আমাদের সাথে
হেসে উঠার রইল কে!
বাগানবিলাসের হাহাকার আজ শুনছি
তারা ক্ষণে ক্ষণে বলছে
যার তরে এ জীবন সে কি
আমায় ছেড়ে দূরে যেতে পারে!
হাসনাহেনা, কামিনী ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে
তারা বলে, আমার এ সুরভী কার তরে!
হলুদ পাতারা প্রহর গুনে সবুজ হওয়ার
কেউ কি আছে তাদের জীবনীশক্তি দেয়ার!
পাখির কিচিমিচি থেমেছে আজ
তাদের সঙ্গীর ভূষণে যে বিদায়ের সাজ!