চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী মনোনয়ন নিয়ে প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। প্রয়াত জননেতা এম এ আজিজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণসভায় এই ক্ষোভ ঝাড়েন মাহতাব। গতকাল সকালে এমএ আজিজের বাড়িতে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় উপস্থিত মহানগর আওয়ামীলীগের দুই নেতা আজাদীকে জানান, সভাপতির বক্তব্যের এক পর্যায়ে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর মনোনয়ন নিয়ে মহানগর আওয়ামীলীগের সাথে কোন ধরনের আলোচনা না করায় উত্তেজিত হয়ে উঠেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, চসিক নির্বাচনে কাউন্সিলর প্রার্থী নিয়ে বহু খেলা হয়ে গেছে। বহু তামাশা হয়ে গেছে। মহানগর আওয়ামীলীগের সাথে বসে কাউন্সিলর প্রার্থী নির্ধারন করা হলে আজকে এটা হতো না। আজকে কাউন্সিলর নিয়ে ঘরে ঘরে গৃহযুদ্ধ শুরু হয়েছে। সেটা হতো না। সবাই মহানগর আওয়ামীলীগের সিদ্ধান্ত মেনে নিতো। তিনি নগর আওয়ামী লীগের রাজনীতিতে বাইরের কাউকে মাথা না ঘামাতে হুঁশিয়ার করে দেন।
রাজনীতিতে কোন্দল সৃষ্টি না করার আহবান জানিয়ে মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাবধান হয়ে যান। এখানে কোন্দল করবেন না, দলাদলি করবেন না। বহিরাগতরা চট্টগ্রাম মহানগরে এসে মাথা ঘামাবেন না। সাবধান হুঁশিয়ার করে দিচ্ছি। আমি একজন বীরের ফ্যামিলির সন্তান। আমি বেঁচে থাকতে জহুর আহমদ চৌধুরীর সন্তান হিসেবে বলছি কোন বহিরাগত চট্টগ্রাম মহানগরের রাজনীতি নিয়ে মাথা ঘামাবেন না।
গতকাল এম এ আজিজের স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। তিনি সভার শুরুতেই বক্তব্য দিয়ে চলে যান সভামঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ ছালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান।
মাহতাব নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী করার কোনো বিকল্প নেই উল্লেখ করে বলেন, জঙ্গিবাদীরা সভ্যতার দুশমন। এরা আমাদের ঘরে আশ্রয় নিচ্ছে। তাই আমাদের সচেতন থাকতে হবে। আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য চসিক নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী করতে হবে। কাউন্সিলরদের জয়ী করতে হবে। কোন্দল দূর করতে হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, আসন্ন চসিক নির্বাচন নিয়ে কোন একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারা জনগণের কাছে না গিয়ে এখন নির্বাচন কমিশনের কাছে প্রতিনিয়ত বিচার দিচ্ছেন। জঙ্গিবাদের সাথে যাদের সামান্য সম্পর্কও আছে তাদের চিহ্নিত করে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে বয়কট করতে হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, এম এ আজিজ-জহুর আমাদের অহংকার। এ দু’জনের পথ ধরেই ত্যাগ তিতিক্ষার ব্রত নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে। আগামী ২৭জানুয়ারি চসিক নির্বাচনে নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে বয়কট করতে হবে।