দৈনিক আজাদীর সপ্তম পৃষ্ঠায় গতকাল ২২ সেপ্টেম্বর প্রকাশিত ‘পটিয়ার সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৫’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অ্যাডভোকেট সামসুদ্দিন আহামদ সিদ্দিকী টিপু। প্রতিবাদলিপিতে বলা হয়, প্রকাশিত সংবাদটি বানোয়াট ও ভিত্তিহীন। এতে আরো বলা হয়- গত ২০ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত (দক্ষিণ) চট্টগ্রামের বিচারাধীন মিচ -৯৪০/২১ (পটিয়া) নং মামলা হয়। মামলায় আদালতের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) পটিয়া কার্যালয়ের সার্ভেয়ার মশিউর রহমান পটিয়ার কৈয়গ্রাম মৌজার বিএস ১১১ নং খতিয়ানের ২৭২৩ দাগের নালিশী জমি সরেজমিন পরিমাপ করতে আসেন। মামলার বাদী মৌলানা দেলোয়ার হোসেন নালিশী জায়গা উক্ত সার্ভেয়ারকে চিহ্নিত করে দেয়ার পর সার্ভেয়ার মশিউর রহমান জমি পরিমাপ শুরু করেন। এসময় মো. রেজাউল করিম (৫৫) পূর্ব পরিকল্পনা মতে সন্ত্রাসীদের নিয়ে নালিশী ভিটিতে বেআইনীভাবে প্রবেশ করে মৌলানা দেলোয়ার নিকট চাঁদা দাবি করে। এসময় সন্ত্রসীরা মৌলানা দেলোয়ার হোসেন, তাঁর ভাই ও অন্যান্যদের মারধর করে আহত করে। নালিশী জমির টিনের ঘেরা বেড়া ভাঙচুর করে। বাউন্ডারি দেয়াল ও ঘরের পাকা দেয়াল ভাঙচুর করে। তারা মৌলানা দেলোয়ার হোসেনের মোবাইল ছিনিয়ে নেয়। ভিকটিমের ভাই জামাল হোসেন ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি পটিয়া থানার ওসিকে অবহিত করে। আহত মৌলানা দেলোয়ার হোসেন ও জামাল হোসেন পটিয়া হাসপাতালে ভর্তি হয়েছে।












