প্রকাশিত সংবাদের প্রতিবাদ

| বৃহস্পতিবার , ১৩ জানুয়ারি, ২০২২ at ১১:৪৯ পূর্বাহ্ণ

গতকাল ১২ জানুয়ারি দৈনিক আজাদী পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত ‘১৪ কোটি ৬৩ লাখ টাকার রাজস্ব ফাঁকি প্রিমিয়ার এঙেসরিজকে কারণ দর্শানোর নোটিশ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে প্রিমিয়ার এঙেসরিজ লিমিটেড কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে বলা হয়েছে- আমরা কাস্টমস বন্ড কমিশনারেটের সকল নিয়ম নীতি অনুসরণ করে পণ্য রপ্তানি কার্যক্রম সম্পাদন করি, যার বিপরীতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক পিআরসি অনুমোদন পায়। আমার বিরুদ্ধে কাস্টমস বন্ড কমিশনারেট থেকে যে ১৪ কোটি ৬৩ লাখ টাকার দাবিনামাসহ কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে, এর জবাব দাখিলের আগেই সংবাদ প্রকাশ করা হয়েছে যা আমার জন্য বিব্রতকর। তাই আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।
প্রতিবেদকের বক্তব্য: কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রাম দপ্তর থেকে প্রিমিয়ার এঙেসরিজের বিরুদ্ধে জারিকৃত রাজস্ব ফাঁকি সংক্রান্ত দাবিনামাসহ কারণ দর্শানোর নোটিশের সূত্র ধরে সংবাদটি করা হয়েছে। প্রকাশিত সংবাদে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নাই।

পূর্ববর্তী নিবন্ধসূর্য সেন স্মৃতি জাদুঘর স্থাপনের দাবি
পরবর্তী নিবন্ধনানিয়ারচর জগন্নাথ মন্দিরে অষ্টপ্রহর মহানামযজ্ঞ শুরু