প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

| শুক্রবার , ১৬ মে, ২০২৫ at ৬:৪১ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর ২নং পৃষ্ঠায় গত ১৪ মে ‘বোয়ালখালীতে ১৭ বছর দখলে রাখা সরকারি জমি উদ্ধার’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে নজর মোহাম্মদ সমাজ। প্রতিবাদলিপিতে বলা হয়, আমাদের সমাজভুক্ত কবরস্থানটি প্রায় তিনশত বছর পূর্বে প্রতিষ্ঠিত এবং এটি সিএস রেকর্ড অনুযায়ী আমাদের পূর্ব পুরুষদের মালিকানাধীন জমির উপর অবস্থিত। এ কবরস্থানে আমাদের গোষ্ঠীর বহু প্রজন্মের মানুষ চিরনিদ্রায় শায়িত আছেন। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের পৈতৃক কবরস্থানকে সরকারি খাসজমি আখ্যা দিয়ে দখলের অপচেষ্টায় লিপ্ত এবং প্রশাসনকে বিভ্রান্ত করছে।

প্রতিবেদকের বক্তব্য : সরকারি জমি উদ্ধারের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার সাথে কথা বলে সংবাদটি প্রকাশ করা হয়েছে। এখানে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই।

পূর্ববর্তী নিবন্ধপিটার ব্রুকের খোলা দরজার সামনে
পরবর্তী নিবন্ধচুয়েট স্কুল অ্যান্ড কলেজে আহরণ শিক্ষক সভা