প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

| সোমবার , ১৮ নভেম্বর, ২০২৪ at ৮:৩৯ পূর্বাহ্ণ

গত ১৬ নভেম্বর দৈনিক আজাদীর শেষ পৃষ্ঠায় ‘সংরক্ষিত বনের ভেতর টমটম চার্জিং স্টেশন, মুরগীর ফার্ম’ শীর্ষক প্রকাশিত সংবাদের সংশোধনী দিয়েছে কক্সবাজার উত্তর বনবিভাগ। এতে বলা হয়েছে, ফাঁসিয়াখালী রেঞ্জাধীন নলবিলা বিট কাম চেক স্টেশনের কৈয়ারবিল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার ইলিয়াছ সাঈদীর নেতৃত্বে চার্জিং স্টেশন ও মুরগীর ফার্ম নির্মাণ করার জায়গাটি রক্ষিত বনভূমি ছিল। রক্ষিত বনভূমি কোনভাবেই বন্দোবস্তি যোগ্য নয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে রক্ষিত বনভূমি বন্দোবস্তি দেওয়ার ফলে বিভিন্ন স্থাপনা গড়ে উঠে। যদি বন্দোবস্তি বাতিল করা হয় তাহলে বন বিভাগ প্রশাসনের সহযোগিতায় এটি উচ্ছেদ করতে পারবে।

প্রতিবেদকের বক্তব্য: স্থানীয় সচেতন লোকজনের দেওয়া তথ্যসহ বন বিভাগের বক্তব্যসহ সংবাদটি প্রকাশ করা হয়েছিল। এতে প্রতিবেদকের নিজস্ব কোনো মতামত নেই।

পূর্ববর্তী নিবন্ধ২৪ জাপানির দেহাবশেষ কুমিল্লা থেকে নিজ দেশে যাচ্ছে
পরবর্তী নিবন্ধরাউজান আদ্যাপীঠ উৎসব উদযাপন পরিষদের সভা