প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৯:০২ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর ২ পৃষ্ঠার ৮ কলামে প্রকাশিত ‘১৪৪ ধারা, চাম্বলে সাঈদীর গায়েবানা জানাযা হয়নি’ প্রকাশিত সংবাদে ১৪৪ ধারা জারির কথা উল্লেখ করা হলেও সেখানে ১৪৪ ধারা জারি ছিল না বলে জানান বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন।

তিনি বলেন, চাম্বলে জামায়াত নেতা সাঈদীর গায়েবানা জানাযার খবর পেয়ে পুলিশ অবস্থান নিলে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হতে পারেনি। প্রকাশিত ১৪৪ জারির সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধনিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সুদান : জাতিসংঘ
পরবর্তী নিবন্ধআজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা