প্যাসিফিক জিন্স গ্রুপের প্রতিষ্ঠাতা মো. নাছির উদ্দিনকে স্মরণ

| বুধবার , ১ মার্চ, ২০২৩ at ১০:৪৬ পূর্বাহ্ণ

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অন্যতম দিকপাল, ডেনিম মুঘল, বেপজিয়ার সাবেক চেয়ারম্যান ও প্যাসিফিক জিন্স গ্রুপের প্রতিষ্ঠাতা মো. নাছির উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। মরহুমের স্মরণে বিভিন্ন সংগঠন মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজন করে। বেপজিয়া নাছির উদ্দিনের স্মরণে ইপিজেড কেন্দ্রীয় জামে মসজিদে গতকাল বাদে জোহর মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করে।

এতে বেপজার নির্বাহী পরিচালক আব্দুস সোবহান, বেপজিয়ার পরিচালক আজিজুল বারি চৌধুরী জিন্নাহ, মরহুমের কনিষ্ঠ সন্তান ও প্যাসিফিক গ্রুপের পরিচালক সৈয়দ এম, তাহমীরসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের বিনিয়োগকারীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোনাজাতে মরহুমের জন্য বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন বেপজা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মৌলানা আনোয়ার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঠানপাড়া সমাজের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধঅসহায় রোগীদের পাশে এমএসকে ফাউন্ডেশন