প্যাসিফিক জিন্স গ্রুপে জাপানি ভাষা শিক্ষা কোর্স উদ্বোধন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১১ জানুয়ারি, ২০২৩ at ৪:৪৯ পূর্বাহ্ণ

দেশের সবচেয়ে বড় রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপে উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা উন্নয়নের লক্ষে ‘জাপানি ভাষা শিক্ষা’ কার্যক্রম শুরু হয়েছে। প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারীদেরও জাপানি ভাষা শিক্ষার এই কার্যক্রমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। একই সাথে জাপানি কৃষ্টি, সংস্কৃতি এবং আচার আচরণ সম্পর্কেও কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষিত করা হচ্ছে। গত ৭ই জানুয়ারি এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

চট্টগ্রাম ইপিজেডস্থ প্যাসিফিক জিন্স গ্রুপে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্দর পতেঙ্গা আসনের সংসদ সদস্য এম এ লতিফ। প্রধান অতিথির বক্তব্যে এম এ লতিফ আশাবাদ ব্যক্ত করেন যে, জাপান আমাদের অকৃত্রিম বন্ধু। স্বাধীনতাত্তোর বাংলাদেশের সার্বিক উন্নয়নে নিখাদ একজন বন্ধুর মতো জাপান যেভাবে এগিয়ে এসেছে তা অতুলণীয়। আমাদের আর্থ সামাজিক অবকাঠামো উন্নয়নে জাপান নিরব অবদান রেখে চলেছে।

ভবিষ্যতেও এই ধারা অব্যাহত এবং আরো টেকসই এবং মজবুত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি প্যাসিফিক জিন্সের জাপানী ভাষা শিক্ষা কার্যক্রম উদ্বোধন করে আরও বলেন, এই ধরণের উদ্যোগ একেবারে নজিরবিহীন। দেশে আর কোন কারখানার মালিক এভাবে কর্মকর্তা কর্মচারীদের বিদেশী ভাষা শিক্ষার উদ্যোগ নেয়ার কথা আমার জানা নেই। ব্যাপারটি শুধু প্যাসিফিক জিন্সেরই নয়, দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ‘জাপান এঙটারনাল ট্রেড অরগানাইজেশনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইউজি অ্যান্ডো। তিনি বাংলায় বক্তব্য রেখে সবাইকে মুগ্ধ করেন। তিনি ভাতৃপ্রতীম দুই দেশের ব্যবসায়িক সর্ম্পক আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন। প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এম তানভীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সৈয়দ এম তাহমীর, সিএফও শিশির চক্রবর্তী, বেপজিয়া এবং চট্টগ্রাম চেম্বারের পরিচালক অঞ্জন শেখর দাস, বেপজিয়া ভাইস প্রেসিডেন্ট মাইনুদ্দীন ফরহাদ, জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষক সজল বড়ুয়া এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে চিন্ময় বড়ুয়া। সভাপতির বক্তব্যে সৈয়ম এম তানভীর প্যাসিফিক জিন্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম এম নাছির উদ্দিনের স্মৃতিচারণ করেন এবং তাঁর অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবসায়িক সাফল্য তুলে ধরেন।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসিতে পুরো বিশ্বে কম্পিউটার এবং বিগ ডাটার গুরুত্ব শীর্ষক সেমিনার
পরবর্তী নিবন্ধস্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটির বর্ষপূর্তি উদযাপন