ফ্রান্সের রাজধানী প্যারিসে মেট্রো রেলের তিন স্টেশনে তিন নারীকে ছুরিকাঘাতের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিডিনিউজের।
টিআরটি ওয়ার্ল্ড লিখেছে, বছর শেষের উৎসবের আমেজে যখন গোটা শহর মুখর, ঠিক তখন হামলার ঘটনা ঘটল। মেট্রোরেল পরিচালনাকারী আরএটিপি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টা ১৫ মিনিট থেকে ৪টা ৪৫ মিনিটের মধ্যে এসব হামলা ঘটে। সেন্ট্রাল প্যারিসের ওপর দিয়ে যাওয়া ‘লাইন–৩’ পথের রিপাবলিক, আর্টস জি মিটি এবং অপেরা স্টেশনে ওই তিন নারী ছুরিকাঘাতের শিকার হন।
টিআরটি ওয়ার্ল্ড লিখেছে, প্যারিসভিত্তিক এক সাংবাদিক রিপাবলিক স্টেশনে এক নারীকে চিকিৎসা দিতে দেখেছেন। ওই নারীর পায়ে ছুরিকাঘাতের ক্ষত ছিল এবং তিনি প্রচণ্ড আতঙ্কিত ছিলেন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। প্যারিসের কৌঁসুলিরা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ এবং মোবাইল ট্র্যাকিং প্রযুক্তির সাহায্যে সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করা হয়েছে।












