প্যারিস অলিম্পিকের প্রথম স্বর্ণ চীনের

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৮ জুলাই, ২০২৪ at ৬:৩০ পূর্বাহ্ণ

প্যারিস অলিম্পিকের জমকালো উদ্বোধন হওয়ার পর গতকাল থেকে শুরু হয়েছে পদকের লড়াই। আসরের প্রথম পদকটি জিতেছে কাজাখস্তান। আর প্রথম দুই সোনা গেছে চীনের দখলে। গতকাল শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল দলগত মিশ্র ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে কাজাখস্তান। লড়াইয়ে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখুআনা ইয়ানসেন জুটিকে হারিয়েছেন কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম ও লে আলেকজান্দ্রা।

শুটিংয়ের ওই ইভেন্টে প্রথম সোনা জয় করে চীন। ফাইনালে চীনের লিহাও সেংইয়ুতিং হুয়াং জুটি ১৬১২ পয়েন্টে হারিয়েছে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউমহাজুন পার্ক জুটিকে। এই ইভেন্টে প্রথম রুপা জিতেছে দক্ষিণ কোরিয়া। শুটিংয়ের পর ডাইভিংয়েও প্রথম সোনা জিতে নিয়েছে চীন। সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ে এই পদক পেয়েছে তারা। এই ইভেন্টে রুপা জিতেছে যুক্তরাষ্ট্র। আর ব্রোঞ্জ গেছে গ্রেট ব্রিটেনের দখলে।

এদিকে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত সাঁতার পুলে ছেলেদের ৪০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে সোনা জিতলেন জার্মানির লুকাস মার্টেনস। প্যারিস অলিম্পিকে সাঁতারে প্রথম সোনাও তার। ছেলেদের রাগবি সেভেনে স্বাগতিক ফ্রান্স প্রথম সোনার পদক পেল। ফিজির বিপক্ষে ২৮৭ ব্যবধানে ফ্রান্সের এ জয় আসে।

জাপানের তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন সুনোদা নাতসুমি মেয়েদের ৪৮ কেজি জুডো ইভেন্টে সোনা জিতেছেন। বেলজিয়ামের রেমেকো ইভেনপোয়েল ছেলেদের ব্যক্তিগত টাইম ট্রায়াল সাইক্লিং ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। এছাড়া মেয়েদের ব্যক্তিগত টাইম ট্রায়াল সাইক্লিং ইভেন্টে সোনা জিতলেন অস্ট্রেলিয়ার গ্রেস ব্রাউন।

পূর্ববর্তী নিবন্ধমঞ্জুসহ নগর বিএনপির আরও ২০ নেতাকর্মী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঅর্থনীতি পঙ্গু করে ভিক্ষুকের জাতি করতেই সহিংসতা : প্রধানমন্ত্রী