অবৈধ ভিওআইপি কার্যক্রমে সিম ব্যবহৃত হওয়ায় ‘প্রশাসনিক জরিমানা’ হিসেবে পৌনে তিন কোটি টাকার বেশি জরিমানা আদায় করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। খবর বিডিনিউজের। গতকাল নিয়ন্ত্রক সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবি, গ্রামীণফোন ও বাংলালিংক গত তিন দিনে মোট জরিমানার দুই কোটি ৭৮ লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করেছে। এরমধ্যে মঙ্গলবার রবি আজিয়াটা ২ কোটি ১০ লাখ টাকা, বুধবার গ্রামীণফোন সাড়ে ৫২ লাখ এবং বৃহস্পতিবার বাংলালিংক ১৫ লাখ ৭৫ হাজার টাকার পে অর্ডার জরিমানা হিসেবে বিটিআরসির কাছে জমা দিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর ৬৫ (৫) ধারা অনুযায়ী শুনানি করে এই জরিমানার অর্থ ধার্য করে বিটিআরসি। পরে আরোপিত প্রশাসনিক জরিমানা পরিশোধের নির্দেশনা দেওয়া হয় তিন অপারেটরকে। গত ১০ এপ্রিল কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান ও কমিশনারদের উপস্থিতিতে ওই শুনানি হয়।