চট্টগ্রাম বন্দরে কোকেনের চালান জব্দের ঘটনায় চোরাচালান আইনে মামলার পৌনে ৭ বছর পর সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালতে তিনজন সাক্ষ্য দিয়েছেন। আগামী ৩০ মার্চ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ দিয়েছেন আদালত। এর আগে গত সোমবার দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালতে ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল। খবর বাংলানিউজের।
মহানগর পিপি বীর মুক্তিযোদ্ধা মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দরে কোকেন জব্দ করার ঘটনায় চোরাচালানের মামলায় তৎকালীন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক মশিউর রহমান, সহকারী পরিচালক ওমর ফারুক ও মো. মোশারফ হোসেন নামে এক ব্যক্তি আদালতে সাক্ষ্য দিয়েছেন। আগামী ৩০ মার্চ পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন। পাঁচ জন আসামি চার্জ গঠন করার সময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৬ জুন কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। ২৭ জুন তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে ১টির নমুনায় কোকেন শনাক্ত হয়। পরে সিআইডি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। এ ঘটনায় বন্দর থানায় ২০১৫ সালের ২৭ জুন মাদক ও চোরাচালান আইনে মামলা হয়।