পোস্টার-ব্যানারে জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি প্রসঙ্গে

| মঙ্গলবার , ৯ জুলাই, ২০২৪ at ৮:৩৪ পূর্বাহ্ণ

রক্তাক্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়ে একটি স্বাধীনসার্বভৌম দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান করে নেয়। এই স্বাধীনতা ও সার্বভৌমত্ব এসেছে জাতির পিতা বঙ্গবন্ধুর অক্লান্ত পরিশ্রমত্যাগতিতিক্ষা ও সীমাহীন আন্দোলনসংগ্রামের মধ্যদিয়ে। যার কঠোর নেতৃত্ব ও সততায় আত্মপ্রকাশ এই বাংলাদেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর স্বপ্নের গড়া বাংলাদেশে আমরা ১৮ কোটি জনগণ স্বগৌরবে মাথা উঁচু করে স্বাধীনতা ভোগ করছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা সংবিধান লঙ্ঘন করছি, সব জায়গায়, সবস্থানে, পোস্টারে, ব্যানারে নানা অনুষ্ঠানেনিজেদের এবং নেতাদের, এমপিমন্ত্রীদের ছবি ‘ইয়াবড় বড়’ করে ছাপানো হয় কিন্তু, জাতিরপিতা বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি ছোটছোট আকারে ছাপানো হয়। যা অন্যায়নীতিবর্জিতশৃঙ্খলাভঙ্গ। যা ছবি অবমাননার শামিল। সর্বোপরি সংবিধান লঙ্ঘন। এতে, গুরুতর অপরাধ। কারণ, একজন জাতিরপিতা আরেকজন দেশের প্রধানমন্ত্রী। তাই, সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছিনিজেদের নেতাগিরিবাহাদুরি না দেখিয়ে, সংবিধান মেনে জাতিরপিতা বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি বড় আকারে ছেপে তারপর নিজেদের ছবি ছোট আকারে ছাপুন। এতেই গৌরব, এতেই নিয়ম, এতেই শৃঙ্খলা। বাস্তবিক অর্থে সংবিধান মেনে চলুন এবং জাতিরপিতা বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে আগামীর ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে কিংবা চতুর্থ শিল্প বিপ্লবে উন্নত জাতি গঠনে সবার ঐক্যবদ্ধ প্রয়াস প্রত্যাশা করি।

এম.আবু ছৈয়দ চৌধুরী

নিমতলা, বন্দর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধসুখলতা রাও : শিশুসাহিত্যিক
পরবর্তী নিবন্ধহৃদ্যতাপূর্ণ সম্পর্ক