জলপাই রঙা স্মৃতির অন্তরালে মৃত্যু হয়েছে কবিতার;
প্রিয় সন্তানের পা আটকে আছে সোনার খাঁচায়,
আজ ফাল্গুনের রাতে জ্যোৎস্নার হাহাকার,
লোলুপ মগজে কারফিউ
তারপরও কাটা জিভের কি ভয়াবহ নিষিদ্ধ স্পৃহা!
হাত বদলে মুখ্যমন্ত্রী ডেকে আনে বিপ্লব।
শ্মশানে ঠাঁই দাঁড়িয়ে আছে মুণ্ডহীন এক শিশু,
চোখের তারায় সহস্র কোটি প্রশ্ন!
বেঁচে থেকেও মৃত কেন সে?
কবি, আপনি কবিতা লিখেন!
কন্ঠমূলে গোপন ব্যথা চেপে
আপনি ক্যানভাসে ভালোবাসা আঁকেন?
আমি মুখ লুকিয়ে কাঁদি লজ্জায়,
অন্ধত্বের ছায়া মেখে
মুণ্ডহীন শিশুটিকে বুকে জড়িয়ে রাখি পরম আদরে,
এখানে সত্য বলে কিছু নেই
চলছে কল্পনার পোস্টমর্টেম।