পোশাক শ্রমিকদের বেতন-বোনাস ২০ এপ্রিলের মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি

চট্টগ্রাম বিজিএমইএ ভবনে মতবিনিময়

| বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

বিজিএমইএর সদস্যভুক্ত নগরের তৈরি পোশাক শিল্পকারখানার শ্রমিকদের বেতন, ঈদের বোনাস ও অন্যান্য পাওনা ১০২০ এপ্রিলের মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন কারখানার মালিকপক্ষ। খবর বাংলানিউজের।

গতকাল বুধবার পবিত্র ঈদউলফিতর উপলক্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ৩ আয়োজিত মতবিনিময় সভায় এ প্রতিশ্রুতি দেওয়া হয়। সকাল ১১টায় খুলশীর বিজিএমইএ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিল্পাঞ্চল পুলিশের সুপার মোহাম্মদ সুলাইমান, বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, বিজিএমইএ ও বিকেএমইএর গাজী মো. শহীদুল্লাহ প্রমুখ। সভায় শিল্প পুলিশের সুপার মোহাম্মদ সুলাইমান বিজিএমইএ, বিকেএমইএ, সব মালিক ও শ্রমিক নেতৃবৃন্দকে ঈদের আগে শ্রমিকদের বেতনবোনাস ও ঈদের ছুটি পাওয়ার ক্ষেত্রে সহযোগী ও দায়িত্বশীল মনোভাব প্রদর্শনের আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে ডিজিটাল মার্কেটিং বিষয়ে সেশন
পরবর্তী নিবন্ধআইআইইউসি রামাদান কালচারাল উইক শুরু