পোশাক শিল্পের অগ্রযাত্রায় সাজেদুল ইসলামের অবদান স্মরণীয়

বিজিএমইএ’র স্মরণসভায় বক্তারা

| মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে এস এম সাজেদুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সিনিয়র নেতৃবৃন্দ স্মৃতিচারণ করে বক্তব্য দেন। বক্তারা বিজিএমইএ’র প্রাক্তন নির্বাহী কমিটির সদস্য ও ফ্যাশন ফেয়ারের চেয়ারম্যান এস এম সাজেদুল ইসলামের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, পোশাক শিল্পের শুরুর দিকে বিশেষ করে ৯০ দশকে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও পোশাক শিল্পকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে এস এম সাজেদুল ইসলাম গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বাংলাদেশের পোশাক শিল্পের বিকাশ ও অগ্রযাত্রায় বিশেষ করে ইউডি এবং ইউপি সংক্রান্ত বিষয়াদি সহজীকরণ, বন্দর ও কাস্টমস্‌্‌সহ সরকারি বিভিন্ন সহায়ক দপ্তরগুলির নিকট ব্যবসাবান্ধব নীতি সহায়তা চাওয়ার ক্ষেত্রে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। এছাড়াও বিজিএমইএ ফ্যাশন ইন্সিটিটিউট, ফ্যাশন ইন্সিটিটিউট থেকে সিবিআইএফটি এবং পরবর্তীতে সিবিইউএফটিতে রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

স্মরণ সভায় উপস্থিত ছিলেন, বিজিএমইএ’র সহায়ক কমিটির সদস্য এমডি এম মহিউদ্দিন চৌধুরী, আ ন ম সাইফুদ্দিন, প্রাক্তন প্রথম সহসভাপতি মোহাম্মদ আবদুস সালাম, এস এম আবু তৈয়ব, নাসিরউদ্দিন চৌধুরী, প্রাক্তন সহসভাপতি এ এম চৌধুরী সেলিম, রকিবুল আলম চৌধুরী, প্রাক্তন পরিচালক মোহাম্মদ ফরহাত আব্বাস, হাসানুজ্জামান চৌধুরী, নাফিদ নবী, আমজাদ হোসেন চৌধুরী, অঞ্জন শেখর দাশ, সৈয়দ মোহাম্মদ তানভীর, মোহাম্মদ আতিক, এনামুল আজিজ চৌধুরী, এ এম শফিউল করিম (খোকন), মোস্তফা সরোয়ার রিয়াদ, মো. আবছার হোসেন, নাফিদ নবী, মোহাম্মদ মুসা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে গৃহবধূর আত্মহত্যা চেষ্টা, হাসপাতালে মৃত্যু
পরবর্তী নিবন্ধকাল থেকে জিলকদ মাস গণনা শুরু