পোর্ট্রেটের সনদ বিতরণ অনুষ্ঠান

| শনিবার , ১৪ মে, ২০২২ at ১১:৩২ পূর্বাহ্ণ

আলোকচিত্র বিষয়ক পত্রিকা ও সংগঠন পোর্ট্রেটের উদ্যোগে ছবি ও ভিডিও এডিটিং শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজনীতিক ও সমাজসেবক ফরিদ মাহমুদ।

বক্তব্যে তিনি বলেন, বর্তমান ডিজিটাল যুগে একজন ব্যক্তিকে সব বিষয়ে সমান পারদর্শী হতে হবে। না হয় তারা পিছিয়ে যাবেন। তিনি পোর্ট্রেটের প্রশংসা করে বলেন, পোর্ট্রেট দীর্ঘদিন থেকে নতুন নতুন আলোকচিত্রী সৃষ্টি করে চলেছে। বর্তমানে তারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

পোর্ট্রেটের সম্পাদক রূপম চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলোহা বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের কর্ণধার আসাদ উজ্জ্বল, নগর যুবলীগ নেতা নেছার আহমেদ, শেখ নাসির আহমেদ, দেলওয়ার হোসেন, হোসেন সরওয়ারদরী, বাবুল দাশ, দেলওয়ার হোসেন সুমন, আমিনুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে চার ব্যবসায়ীকে জরিমানা
পরবর্তী নিবন্ধতরুণদের হাতে মোবাইল নয়, বই তুলে দিতে হবে