পোর্ট্রেট জাতীয় আলোকচিত্র ক্যাম্প

| শনিবার , ২৩ আগস্ট, ২০২৫ at ১১:২৬ পূর্বাহ্ণ

সমপ্রতি সিলেটে আলোকচিত্র বিষয়ক পত্রিকা ও সংগঠনের উদ্যাগে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হলো জাতীয় আলোকচিত্র ক্যাম্প সেশন২। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নুরুউদ্দীন আহমেদ।

উদ্বোধক ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক সোসাইটির প্রধান উপদেষ্টা কাশেম জামাল। প্রবীণ আলোকচিত্র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মনজুরুল আলম মঞ্জুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফটো সাংবাদিক রফিকুর রহমান, বুলবুল আহমেদ, ফরিদ আহমেদ, শাহাজাহান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পোর্ট্রেট সম্পাদক রূপম চক্রবর্তী।

বক্তারা বলেন, আলোকচিত্র শুধু সৃজনশীলতা নয় ছবি ইতিহাসও বটে। বর্তমান ডিজিটাল প্রযুক্তির কারণে ছবি তোলা সহজ হলেও কম্পোজিশন থেকে শুরু করে নানন্দিক একটি ছবি তোলার জন্য প্রশিক্ষণ বা এই ধরনের ক্যাম্প খুবই প্রয়োজন। এই ধরনের আয়োজনের জন্য পোর্ট্রেট প্রশংসাযোগ্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক শেখ নাছির।

অনুষ্ঠানে পোর্ট্রেট এর বিভিন্ন কাজে বিশেষ অবদানের জন্য এমএনএস ইন্সপেকশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক লায়ন পিযূষ তালুকদার, ক্যাম্পের আহ্বায়ক এম. হায়দার আলী, ফটো সাংবাদিক হাজী হাবিবুর রহমান শ্যামল ও শামসুদ্দোজাকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। অংশগ্রহণ ডেলিগেটরা সিলেটের বিভিন্ন স্পটের ছবি তোলেন, যা পরবর্তী কার্নভালে ছবিগুলো প্রদর্শিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে এপেক্স ক্লাব অব সাঙ্গুর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বেশি দামে মাংস বিক্রি, দুই দোকানিকে অর্থদণ্ড