পোর্টসিটি ভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ল্যাব উদ্বোধন

| মঙ্গলবার , ৯ জুলাই, ২০২৪ at ৯:০৭ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি আধুনিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ল্যাব উদ্বোধন করা হয়েছে। গত ৬ জুলাই, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এ কে এম এনামুল হক শামীম এমপি এই ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন।

শিক্ষার মান নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণাকার্যে অগ্রগতিমূলক সহযোগিতা প্রদান করার লক্ষ্যে সর্বাধুনিক সফটওয়্যার ডেভেলপমেন্ট টুল এবং উচ্চক্ষমতা সম্পন্ন কম্পিউটারে সজ্জিত এই ল্যাব প্রতিষ্ঠা করা হয়।এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. এম. মুজিবুর রহমান, উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভাগীয় সভাপতিবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে শোহাদায়ে কারবালা মাহফিল শুরু
পরবর্তী নিবন্ধআবুধাবিতে ৫ বাংলাদেশির মৃত্যু, লাশ শনাক্তে ডিএনএ পরীক্ষা