পোর্ট সিটি রোটারি ক্লাবের নিয়মিত সভা

| মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির উদ্যোগে গত ১৩ সেপ্টেম্বর সিএমপি অফিসার্স ক্লাবে নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট খন্দকার মোহাম্মদ এমাদাদুর রহমান ও জয়েন্ট সেক্রেটারি পলাশ বড়ুয়ার পরিচালনায় রোটারি ইনভোকেশন পড়েন ইঞ্জিনিয়ার মোরশেদ আলম। সভায় সাক্ষরতা মাস উপলক্ষে সুবিধা শিক্ষাসামগ্রী বিতরণ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং প্রজেক্ট করার তাগিদ দেন। সভায় মানবিক প্রজেক্টের আওতায় স্বাবলম্বীকরণ করার জন্য কর্নফুলীতে ডুবে যাওয়া মৃত শামসুন নাহারের পরিবারের জন্য একটি সেলাই মেশিন বিতরণ করা হয়। জয়েন্ট প্রজেক্টে আগস্ট মাসে লোহাগড়া উপজেলার ১৫০০ স্কুল ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন ফলদ বৃক্ষ বিতরণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন এইচ এম ফেরদৌস, আবু সুফিয়ান, ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান, ছাইফুল হুদা ছিদ্দিকী, মোহাম্মদ আরমান, মুহাম্মদ সাজিদুল হক, জাহেদুল ইসলাম, কুমার সুইচিং প্রুরু, জোবাইদা বেগম, মো. ইলিয়াস চৌধুরী ও এহসান মাহমুদ আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্যবস্থাপনায় জিপিএইচ ইস্পাত ও বুয়েটের রাইজ