পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. নূরল আনোয়ারের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৪তম সিন্ডিকেট সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। সভায় একাডেমিক কাউন্সিল কর্তৃক সূপারিশকৃত সকল প্রোগ্রামের ফল-২০২০ সেশনের চুডান্ত ফলাফল অনুমোদন এবং বিবিএ, এমবিএ, ফ্যাশন ডিজাইন, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সিএসই, ইইই, ইংরেজি (অনার্স), ইংরেজি (মাস্টার্স), এলএলবি, এলএলএম, জার্নালিজম (অনার্স), জার্নালিজম (মাস্টার্স) সহ বিভিন্ন প্রোগ্রামে মোট ৭০৪ জন শিক্ষার্থীকে ডিগ্রী প্রদানের অনুমোদন দেয়া হয়। এছাড়াও সভায় পাঁচটি বিভাগের ৫ জন শিক্ষকের পদোন্নতি, সাতটি বিভাগের নয় জন শিক্ষকের চাকরি স্থায়ীকরণ, তিনটি বিভাগের নব নিযুক্ত ৫ জন শিক্ষকের নিয়োগ ও দুই জন শিক্ষকের শিক্ষা ছুটির অনুমোদন দেয়া হয়। এছাড়াও ১০ জন শিক্ষকের শিক্ষা ছুটির মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেয়া হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ভাইস প্রেসিডেন্ট ও বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান জহির আহম্মদ, ইউজিসি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. এম মজিবুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, রেজিস্ট্রার ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক সেলিম হোসেন, ইইই বিভাগের সভাপতি দিপক কুমার চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের সভাপতি মাহাফুজুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।