পোর্ট সিটি ভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রের সভা

| শুক্রবার , ৩ মার্চ, ২০২৩ at ৬:২৩ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তাহমিনা খাতুনের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বোর্ড অব ট্রাস্টের ৪৭ তম সভা গত ১ মার্চ অনুষ্ঠিত হয়। সভায় ৩২ তম সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ অনুমোদন দেয়া হয়।এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজনের মাধ্যমে দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী ও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা একেএম এনামুল হক শামীম এমপি, ভাইস চেয়ারম্যান জহির আহম্মদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সাইফুজ্জামান শিখর এমপি, অধ্যাপক ড. এম. মজিবুর রহমান, অধ্যাপক ড. নিজামূল হক ভুঁইয়া, মোহাম্মদ আলী আজম স্বপন, শামীম আরা হক, . জাহানারা আরজু, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, এহসানুল হক রিজন,পর্যবেক্ষক সদস্য ড.রোকসানা ইয়াসমিন, উপাচার্য অধ্যাপক ড. মো. নুরল আনোয়ার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক। প্রেস বিজ্ঞপ্তি ।

পূর্ববর্তী নিবন্ধরেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা দেশ গঠনে ভূমিকা রাখবে : মেয়র
পরবর্তী নিবন্ধলক্ষ্য ও মনোবল ঠিক থাকলে জীবনে উন্নতি আসবে