পোর্ট সিটি ভার্সিটিতে নারী দিবস উদযাপন

| শুক্রবার , ১০ মার্চ, ২০২৩ at ৬:৩১ পূর্বাহ্ণ

ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এ প্রতিপাদ্যে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে পোর্ট সিটি ইউনিভার্সিটি। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিনিয়র প্রভাষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ উপদেষ্টা সুরাইয়া সুলতানা এবং বিভিন্ন বিভাগের শিক্ষিকাবৃন্দ ছাত্রীদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

শুভেচ্ছা বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ উপদেষ্টা বলেন, নিজেদের অধিকার প্রতিষ্ঠায় নারীদের প্রয়োজনে প্রতিবাদী হতে হবে। দেশের উন্ন্‌য়নে নারীদের অবদানের প্রশংসা করে সর্বক্ষেত্রে সহযোগী মনোভাব নিয়ে নারীপুরুষ একযোগে কাজ করার আহবান জানান তিনি। দিবসটি উপলক্ষে মিষ্টি বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাকর্মচারীবৃন্দ এতে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিভাসুতে পিঠা উৎসব
পরবর্তী নিবন্ধওয়েল পার্ক রেসিডেন্সের যুগপূর্তি অনুষ্ঠান