পোর্ট সিটি ভার্সিটিতে ক্যারিয়ার কাউন্সেলিং সেমিনার

| বুধবার , ১ জুন, ২০২২ at ৯:১৬ পূর্বাহ্ণ

 

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ক্যারিয়ার দক্ষ করার লক্ষ্যে ক্যারিয়ার কাউন্সেলিং শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর সহযোগিতায় ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ গত সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নূরুল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ এবং ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফশিউল আলম। রিসোর্স পার্সন ছিলেন কোর সার্চের প্রতিষ্ঠাতা কাজী নাইম। তিনি সফট স্কিল ডেভেলপমেন্ট, একটি নির্দিষ্ট চাকরির সাথে প্রাসঙ্গিক অনলাইন কোর্স, রিজ্যুম লেখা, জব প্লেসমেন্ট ট্রেনিং, ইন্টার্নশিপ এবং সেই সাথে টার্গেট অনুযায়ী চাকরী পাওয়ার লক্ষ্যে পৌঁছানোর জন্য উপযুক্ত পরামর্শদাতা নির্বাচনের নানাদিক নিয়ে আলোচনা করেন। উদ্বোধনী বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজীব চক্রবর্তী।ব্যবসায় অনুষদের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন প্রক্টর , বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও বিভাগীয় শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসনের প্রভাষক ফারজানা রশীদ। প্রেস বিজ্ঞপ্তি। ।

পূর্ববর্তী নিবন্ধমানবিক সমাজ বিনির্মাণে ছোটগল্প ভূমিকা রাখতে পারে
পরবর্তী নিবন্ধসুলতান আহমদ দেওয়ান বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা