ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের ওপর পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে এক আলোচনা সভা উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষিত বাঙালির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তিনি ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে একটি ক্যারিশম্যাটিক ভাষণ বলে অভিহিত করেন। সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. মো. মজিবুর রহমান বলেন, বঙ্গবন্ধু শুধু আমাদের ইতিহাস নয়, বিশ্বের ইতিহাসে তিনি স্থান করে নিয়েছেন। তিনি বলেন, গণতন্ত্রের ক্ষেত্রে যুগ যুগ ধরে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. জাহানারা আরজু, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়, অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, প্রক্টর এস.এম. ওসমান গনি, ইংরেজি বিভাগের সভাপতি এ.এস.এম ইফতেখারুল আজম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাসিনা ইয়াসমিন ও ন্যাচারাল সায়েন্স বিভাগের সিনিয়র প্রভাষক আতাউস সামাদ রাজু। উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এহসানুল হক রিজন, প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমদ ও বিভিন্ন বিভাগের শিক্ষক–শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সভা সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক মো. রেজওয়ান হোসেন এবং জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক তাসলিমা আক্তার ইরিন। প্রেস বিজ্ঞপ্তি।












