পানি সম্পদ উপমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ কে এম এনামূল হক শামীম এমপির সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গত ২৭ মে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টের ৩৮ তম সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩৭ তম ট্রাস্ট এবং ২৪ তম সিন্ডিকেট সভায় গৃহিত সিদ্ধান্তসমূহ অনুমোদন দেয়া হয়। এছাড়া সভায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের উপর একটি প্রকাশনা বের করার সিদ্ধান্ত গৃহিত হয়। এ লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান জহির আহম্মদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য তাহমিনা খাতুন, সাইফুজ্জামান শিখর এমপি, ইপ্সিতা আশরাফী হক, অধ্যাপক ড. এম মজিবুর রহমান, অধ্যাপক ড. নিজামূল হক ভুঁইয়া, সেলিম রেজা, মোহাম্মদ আলী আজম স্বপন, এহসানুল হক রিজন, শামীম আরা হক, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, খান মোহাম্মদ আকতারউজ্জামান, এইচ এম বদিউজ্জামান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরল আনোয়ার, কোষাধাক্ষ প্রফেসর ড. গনেশ চন্দ্র রায়, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।