পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা

| রবিবার , ১৮ অক্টোবর, ২০২০ at ৪:৩৮ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ারের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল শনিবার ২৩ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।
সভায় একাডেমিক কাউন্সিল কর্তৃক সূপারিশকৃত সকল প্রোগ্রামের সামার-২০২০ সেশনের চূডান্ত ফলাফল অনুমোদন এবং বিবিএ, এমবিএ, ফ্যাশন ডিজাইন, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেঙটাইল ইঞ্জিনিয়ারিং, সিএসই, ইইই, ইংরেজি, এলএলবি, এলএলএম, জার্নালিজম (অনার্স), জার্নালিজম (মাস্টার্স), এমসিইসহ বিভিন্ন প্রোগ্রামে মোট ৫৬৭ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদানের অনুমোদন দেয়া হয়। এছাড়াও সভায় চারটি বিভাগের ছয় জন শিক্ষকের চাকরি স্থায়ীকরণ ও পাঁচ জন শিক্ষকের শিক্ষা ছুটির অনুমোদন দেয়া হয়। এছাড়াও ৮ জন শিক্ষকের শিক্ষা ছুটির মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেয়া হয়। এ সময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ভাইস প্রেসিডেন্ট ও বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান জহির আহম্মদ, ইউজিসি মনোনীত সিন্ডিকেট সদস্য ও চবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, ট্রাস্টি বোর্ডের সদস্য ও বিশ্ববিদ্যালয়েয়ে একাডেমিক অ্যাডভাইজার প্রফেসর ড. এম মজিবুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, প্রক্টর এস এম ওসমান গনি, ইইই বিভাগের সভাপতি দীপক কুমার চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের সভাপতি মো. মাহাফুজুর রহমানসহ সিন্ডিকেটের অন্যান্য সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআসবে তুমি?
পরবর্তী নিবন্ধদক্ষিণ মধ্যম হালিশহর ৩৮নং ওয়ার্ডে মতবনিমিয় সভা