পোর্ট সিটি ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) আইইইই ডে উদযাপনের অংশ হিসেবে গত ২৪ জানুয়ারি ‘থিংক রিসার্চ সিরিজ ১.০: অ্যা ফাউন্ডেশনাল ফ্রেমওয়ার্ক ফর অ্যাকাডেমিক রিসার্চ’ শীর্ষক একটি উদ্ভাবনী গবেষণা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) অনুষদের ডিন প্রফেসর ড.কাজী দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন পিসিআইইউর বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জি. মফজল আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়। সভাপতিত্ব করেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান দীপক কুমার চৌধুরী। অনুষ্ঠানে পিসিআইইউর ইইই ক্লাব, কম্পিউটার ক্লাব, রোবোটিক্সক্লাব এবং আইইইই স্টুডেন্ট ব্র্যাঞ্চের প্রতিনিধিরা তাদের ক্লাবের কার্যক্রম, গবেষণা প্রকল্প এবং উদ্ভাবনী প্রয়াস তুলে ধরেন। কর্মশালার মূল সেশন পরিচালনা করেন রিসার্চবাডি এআই লিমিটেড এর সিইও ফাহিম উদ্দিন এবং সিজিও জেরিন সুলতানা। তারা শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টির উপায়, গবেষণার পরিকল্পনা, তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং গবেষণাকে প্রকাশনার মাধ্যমে উপস্থাপনের কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।










