পোর্ট সিটি ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল

| রবিবার , ১ অক্টোবর, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে পোর্ট সিটি ইউনিভার্সিটিতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত ২৯ সেপ্টেম্বর মাহফিলের শুরুতে উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ার প্রধানমন্ত্রীর গৌরবময় কর্মজীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন। এতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, সকল শিক্ষক ও কর্মকর্তাকর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার সরকার আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে
পরবর্তী নিবন্ধদারুল উলুম কামিল মাদরাসায় পুরস্কার বিতরণ