চামচিকাতে গান ধরেছে
বানর বাজায় ঢোল
ফনা তোলে বিষধর সাপ
মানুষ বদলায় বোল,
নেংটি ইঁদুর রাজা হবে
পিঁপড়া বাজায় খোল
দোলনা দোলায় কুকুর বেড়াল
দোলে দোদুল দোল।
শুকনো ডাঙায় ব্যাঙ ডাকে
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ্
দাদু মহাজন মহাসুখে
জনতাখায় ল্যাঙ্।
ছারপোকারা রক্ত চুষে
সুযোগ বুঝে গায়
ছুঁচুরা সব গন্ধ ছড়ায়
টেকা বড় দায়।
যতই ভাঙো মাকড়সা ফাঁদ
গড়ে পুনঃ জাল
বুঝতে যদি না পারি তা
হবে মরণকাল।