পেশাজীবীর পরামর্শ নিলে টেকসই উন্নয়ন হবে

সংবর্ধনায় নবনির্বাচিত মেয়র রেজাউল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

নবনির্বাচিত সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রামকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সকল পেশাজীবীর পরামর্শ প্রয়োজন। এতেই নগরীর টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।
গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মেয়র বলেন, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাধীনতা আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন পর্যন্ত চট্টগ্রাম সবার আগে কার্যকর ভূমিকা রেখেছে। সেই পথ ধরে চট্টগ্রামের প্রতিটি রাজনীতিবিদ ও পেশাজীবীরা তাদের ভাবনা ও কর্মে এখনও এগিয়ে রয়েছেন।
তিনি বলেন, চট্টগ্রামকে পরিবেশবান্ধব পর্যটন ও শিল্প নগরী হিসেবে গড়ে তুলতে সরকারি-বেসরকারি সেবা সংস্থার সমন্বয় জরুরি। এতে দ্রুত সফলতা আসবে। নাগরিকদের সহযোগিতাও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোক্তার আহমদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আনোয়ারুল ইসলাম চৌধুরী, মজিবুল হক, রতন কুমার রায় ও শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক প্রার্থী এ এইচ এম জিয়াউদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধ১৩তম গ্রেডে বেতন পাবেন প্রাথমিকের সব সহকারী শিক্ষক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭২ জন