পেরুর অভিশংসিত প্রেসিডেন্টকে আশ্রয় দেওয়ার বিবেচনায় মেক্সিকো

| শনিবার , ১০ ডিসেম্বর, ২০২২ at ৮:৫৯ পূর্বাহ্ণ

মেক্সিকো জানিয়েছে, তারা পেরুর সাবেক সদ্য সাবেক প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্তিয়োকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা বিবেচনা করছে। বুধবার পেরুর কংগ্রেসে অভিশংসিত হয়ে ক্ষমতা হারান নির্বাচিত প্রেসিডেন্ট ক্যাস্তিয়ো, পরে তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে ‘বিদ্রোহের’ অভিযোগ আনা হয়। খবর বিডিনিউজের। ক্যাস্তিয়ো (৫৩) এখন রাজধানী লিমায় সরকারি হেফাজতে আছেন। তার রাজনৈতিক আশ্রয় প্রার্থনার অনুরোধ একজন আইনজীবীর মাধ্যমে মেক্সিকোর প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইবরার্দ জানিয়েছেন, দেশ দুটি এখন এ ইস্যুটি নিয়ে আলোচনা করছে। পেরুর জাতীয় আইনসভা (কংগ্রেস) ভেঙ্গে দেওয়ার উদ্যোগ নেওয়ার পর ক্যাস্তিয়োকে ক্ষমতা থেকে সরিয়ে দেন দেশটির আইনপ্রণেতারা।

অভিশংসনের মুখোমুখি হয়ে ক্যাস্তিয়ো বিরোধী দল নিয়ন্ত্রিত আইনসভা ভেঙ্গে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু কংগ্রেস তাকে উপেক্ষা করে অভিশংসনের পথে এগিয়ে যায় এবং তাকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ার পক্ষে প্রয়োজনীয় ভোট পায়। লিমার মেঙিকো দূতাবাসে আশ্রয় নেওয়ার প্রচেষ্টা থেকে ক্যাস্তিয়োকে থামিয়ে দেন তার দেহরক্ষীরা। এর কয়েক ঘন্টার মধ্যেই ভাইস প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তেকে (৬০) নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ পড়ায় কংগ্রেস।

পূর্ববর্তী নিবন্ধপঞ্চসঙ্গী চলচ্চিত্রের প্রিমিয়ার শো
পরবর্তী নিবন্ধইইউয়র গ্যাসের মূল্য বেঁধে দেয়ার পরিকল্পনায় উল্টো ফল হতে পারে : ইসিবি