পেন্টাগনে অনধিকার প্রবেশ, মুরগি গ্রেপ্তার

আজাদী ডেস্ক | রবিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৩৪ পূর্বাহ্ণ

আমেরিকার নিরাপত্তা সংক্রান্ত সদর দফতর পেন্টাগনের নিরাপত্তার ফাঁক গলে ঢুকে পড়েছিল একটি মুরগি। তা নিয়েই তুমুল হইচই পড়ে যায় পেন্টাগনে। শেষমেশ গ্রেপ্তারও করা হয়েছে সেই মুরগিটিকে।
পেন্টাগন এবং তার আশপাশের এলাকা কড়া নিরাপত্তার বেষ্টনীতে মোড়া থাকে। সেই নিরাপত্তার নজর এড়িয়ে ভেতরে ঢুকার কোনো সম্ভাবনা নেই। আশ্চর্যজনকভাবে সেই বেষ্টনীকেই ফাঁকি দিয়ে মুরগিটি পেন্টাগনের ভিতরে ঢুকে পড়ায় শোরগোল পড়ে যায় সেখানে।
জানা যায়, আমেরিকার নিরাপত্তা সংক্রান্ত সদর কার্যালয়ের সামনে থেকে সেই মুরগি উদ্ধার হয়েছে। একটি প্রাণী সংস্থাকে ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয় ‘আসামি’কে। মুরগিটির ‘হেনি পেনি’ নামে একটি নামও দিয়েছেন পেন্টাগনের কর্মীরা।

পূর্ববর্তী নিবন্ধতৈরি পোশাক খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করবে বিজিএমইএ-সিএন্ডএফ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ৫৭৪ জন শনাক্ত