পেন্টাগণ থেকে চার গণমাধ্যমের কার্যালয় সরাচ্ছে ট্রাম্প প্রশাসন

| সোমবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:২০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন নজিরবিহীন এক ঘোষণায় জানিয়েছে, তারা নিউ ইয়র্ক টাইমসহ চারটি গণমাধ্যমের কার্যালয় প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে সরিয়ে দেবে। সংবাদমাধ্যমগুলোর জন্য পেণ্টাগনে বরাদ্দ থাকা জায়গাগুলোতে অন্যদেরকে স্থান দিতেই ব্যবস্থা নেওয়া হচ্ছে শুক্রবারের ঘোষণায় জানানো হয়েছে। খবর বিডিনিউজের।

নিউ অ্যানুয়াল মিডিয়া রোটেশন প্রোগ্রাম শীর্ষক একটি মেমোতে বলা হয়েছে, দ্য নিউ ইয়র্ক টাইমস ছাড়াও ন্যাশনাল পাবলিক রেডিও, এনবিসি নিউজ এবং পলিটিকোকে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যেই তাদের জায়গা ছেড়ে দিতে হবে।

গণমাধ্যমগুলোর পরিবর্তে পেন্টাগনে কার্যালয় খুলতে পারবে দ্য নিউ ইয়র্ক পোস্ট, ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক, ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্ক ও হাফপোস্ট নিউজ। মেমোতে বলা হয়, প্রতি বছরই পালাবদল চলতে থাকবে এবং প্রিন্ট, অনলাইন, টিভি কিংবা রেডিও প্রতিটি ধরনের একটি করে নতুন গণমাধ্যম আগেরটির জায়গা নেবে। এতে করে যে গণমাধ্যমগুলো পেন্টাগনের প্রেস কোরের সদস্য হিসাবে কাজ করার সুযোগ পায়নি তারা সে সুযোগ পাবে।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের হুমকির মধ্যে প্রথম সফরেই পানামায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র চায়, যুদ্ধবিরতির পর ইউক্রেন নির্বাচন করুক