পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানির সভা

| বুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩৬ পূর্বাহ্ণ

পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি (পিটিসি পিএলসি) এর ১ম বিশেষ সাধারণ সভা এবং ২য় বার্ষিক সাধারণ সভা গত ১০ ফেব্রুয়ারি ঢাকাস্থ যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের বোর্ড কক্ষে অনুষ্ঠিত হয়।

সভাসমূহে সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক এবং কোম্পানি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার।

সভায় উপস্থিত ছিলেন সচিব, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মো. আমিন উল আহসান। সভায় পিটিসি পিএলসির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের (অর্থ বিভাগ) যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম, বিপিসির পরিচালক (অপারেশন্স ও পরিকল্পনা) যুগ্মসচিব অনুপম বড়ুয়া, পরিচালক (অর্থ) যুগ্মসচিব, মো. আবদুল মতিন, পরিচালক (বিপণন) যুগ্মসচিব কবীর মাহমুদ, উপসচিব (অপারেশন৩ শাখা) মো. অলিউর রহমান, বিপিসি সচিব শাহিনা সুলতানা, যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কুদরুতইলাহী, ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (হিসাব), এ টি এম সেলিম, পিটিসি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রায়হান আহমাদ।

এছাড়া শেয়ারহোল্ডার ও শেয়ারহোল্ডার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়া, বিপিসির মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী মো. আমীর মাসুদ, মহাব্যবস্থাপক (নিরীক্ষা) মো. আবুল কালাম আজাদ, উপমহাব্যবস্থাপক (হিসাব) শাহরিয়ার মোহাম্মদ রাশেদ, উপমহাব্যবস্থাপক (হিসাব) সৈয়দ মোহাম্মদ জাকির হোসেন, উপমহাব্যবস্থাপক (সাধারণ কর্মশাখা), মো. জাহাঙ্গীর কবির, কোম্পানি সচিব মোহাম্মদ নাজিম উদ্দিন, উপমহাব্যবস্থাপক (প্রশাসন ও অর্থ) মো. মাহবুবুর রহমান, ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো. আজিজুল হক মজুমদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম মাদ্রাসায় হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি
পরবর্তী নিবন্ধঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান